চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় “ফ্রন্ট লাইনে” যারা কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যা অন্যতম বাংলাদেশ পুলিশ। করোনা আক্রান্তকে ঘৃণা নয় সৌহার্দ্যপূর্ণ আচরণই পারে করোনা’কে রুখে দিতে।
রবিবার (২৪শে মে) সকাল ১১ টায় নানিয়ারচর থানা পুলিশের অফিসার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমানের পক্ষ থেকে উপজেলার ৩ নং ইউনিয়নের করোনা আক্রান্ত পরিবারের মাঝে মৌসুমি ফলমূল বিতরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নানিয়ারচর থানাধীন বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকার করোনা’য় আক্রান্ত বাসিন্দার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় নানিয়ারচর থানার উদ্যোগে মৌসুমি ফলমূল প্রদান করা হয়।
এবিষয়ে সাব্বির রহমান বলেন, “এইরূপ পরিস্থিতিতে উদ্ধিগ্ন না হয়ে আক্রান্তের সহিত সৌহার্দ্যপূর্ণ, সহানুভূতিশীল আচরণ ও সহযোগীতার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলা ও সকলের উচিৎ আক্রান্তের রোগমুক্তি ও সুস্থতা কামণায় মহান আল্লাহর দরবারে দোয়া করা।”
এসময় তিনি আক্রান্ত এলাকার জনসাধারণকে অাতঙ্কিত না হওয়া ও গুজবে কান না দিয়ে সামাজিক দূরত্ব মেনে চলারও আহ্বান জানান।
3 Comments
Shop Bán Clone Bán Token Tự Động Giá Rẻ – http://accs.vn
zithromax 250mg
advair diskus 500 trazodone hcl 50 mg sildenafil 150mg tablets accutane 5 mg online